ঢাকা, সোমবার, ১৭ মার্চ ২০২৫ | ২ চৈত্র ১৪৩১ | ১৬ রমজান ১৪৪৬

হালদা নদীর খাল থেকে মৃত ডলফিন উদ্ধার

হালদা নদীর খাল থেকে মৃত ডলফিন উদ্ধার

গ্লোবাল টিভি ছবি

নেজাম উদ্দিন রানা, রাউজান (চট্টগ্রাম): হালদা নদী হতে আবার বিলুপ্তপ্রায় গাঙ্গেয় প্রজাতির মৃত ডলফিন উদ্ধার হয়েছে। বুধবার বেলা দেড়টার দিকে উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের হালদা নদীর শাখাখাল কাগতিয়া খালের মজিদাপাড়া পার্শ্ববর্তী খাল থেকে ১৫ কেজি ওজনের ৫ ফুট দৈর্ঘ্যের মৃত ডলফিনটি উদ্ধার করেন স্থানীয় লোকজন। উদ্ধার হওয়া মৃত ডলফিনের শরীরে আঘাতজনিত চিহ্ন ছিল। এটি নদীর বিভিন্ন পয়েন্ট থেকে উদ্ধার হওয়া ৪৫ তম মৃত বিলুপ্তপ্রায় গাঙ্গেয় প্রজাতির ডলফিন।

উপজেলা সিনিয়র মৎস্য অফিসার আলমগীর হোসেন বলেন, উদ্ধার হওয়া ১৫ কেজি ওজনের ডলফিনের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।  
সিনিয়র মৎস্য অফিসারের ধারণা, কর্ণফুলী নদীর মোহনার  দিকে কোথাও ডলফিনটি মারা যেতে পারে। জোয়ারের পানিতে এটি ভেসে শাখাখালে আসে।

উল্লেখ্য গত ৫ ফেব্রুয়ারি (বুধবার) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার বিনাজুরি ইউনিয়নস্থ আইডিএফ হালদা গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্রের পাশে সিপাইঘাট সংলগ্ন এলাকায় ভাটার সময় ১২ কেজি ওজনের  মৃত ডলফিন উদ্ধার করা হয়। এক সপ্তাহের ব্যাবধানে দুটি মৃত ডলফিন উদ্ধারের ঘটনায় নদীর জীববৈচিত্র্যের জন্য অশনিসংকেত বলে মনে করছেন স্থানীয় মৎস্যজীবীরা।