গ্লোবাল টিভি ছবি
মো.শফিকুল ইসলাম মতি,নরসিংদী : নরসিংদীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১০ নেতাকর্মীকে ৭ দিনের পুলিশ রিমান্ড দিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার সকালে অতিরিক্ত চীফ জুডিয়াল ম্যাজিস্ট্রেট নাহীদ নিয়াজীর আদালতের বিচারক এ আদেশ দেন। এর আগে ৩ ফেব্রুয়ারি সকালে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার কাঞ্চন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
আসামীরা হলেন- মাধবদী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মনির, শিবপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ফাজায়েল ভূঁইয়া রয়েল, পলাশের জিনারদী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তারেক আকন্দ, পলাশ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ (৩০), পলাশের শিল্পাঞ্চল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান, বেলাব উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌফিক ভূঁইয়া, পলাশ থানা ছাত্রলীগের সদস্য মো. রাজু মিয়া, শিবপুর থানা ছাত্রলীগের সদস্য মো. ফরহাদ আফরাদ, মনোহরদী থানা ছাত্রলীগের সদস্য মো. জাহিদ মোল্লা ও পলাশ থানা ছাত্রলীগের সদস্য মো. আমিনুল ইসলাম।
আসামীদের বিরুদ্ধে নরসিংদী মডেল থানার সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ (সংশোধনী) মামলা দায়ের করা হয়। এর আগে বৈষম্য বিরোধী ছাত্ররা আদালত প্রাঙ্গনে বঙ্গবন্ধুর মুরাল ভাঙচুরসহ আসামীদের বিচারের দাবিতে স্লোগান দিতে থাকে।