ঢাকা, সোমবার, ১৭ মার্চ ২০২৫ | ২ চৈত্র ১৪৩১ | ১৬ রমজান ১৪৪৬

আধুনিক যুগেও যেখানে ঘোড়ার গাড়িই ভরসা

আধুনিক যুগেও যেখানে ঘোড়ার গাড়িই ভরসা

গ্লোবাল টিভি ছবি

ফিরোজ শাহ, জামালপুর: জামালপুর ইসলামপুরের যমুনার চরের সাপধরী ইউনিয়নের মানুষের চলাচলের একমাত্র ভরসা ঘোড়ার গাড়ি। ইউনিয়নটি যমুনার দূর্গম চর হওয়ায় ঐ অঞ্চলের মানুষ গুলোর উপজেলা শহরের সাথে যোগাযোগের একমাত্র বাহন ঘোড়ার গাড়ি ও বাইক। উপজেলা প্রশাসন বলেছে, চরবাসীর চলাচলের সুবিধা বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে স্থানীয় প্রশাসন।

বর্ষা মৌসুমে ছোট বড় নৌকা দিয়ে চলাচল করা গেলেও শুকানো মৌসুমে তাদের চলাচলে পরতে হয় বিড়ম্বনায়। বালির উপর নিজের তৈরি রাস্তা দিয়ে চলতে হয় চরবাসীর, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আনা নেওয়া করতে পোহাতে হয় বিড়ম্বনা। চরের মানুষগুলোর উৎপাদিত কৃষি পন্য পরিবহনে ঘোড়ার গাড়িই তাদের ভরসা। স্বাস্থ্যকেন্দ্র না থাকায় চিকিৎসা সেবা পেতেও তাদের কষ্টের শেষ নেই।

স্থানীয় চরবাসী কয়েকজন বলেন, সাপধরী ইউনিয়নটি যমুনা নদীর মাঝে অবস্থিত হওয়ায় উপজেলা অথবা জেলার সাথে যোগাযোগের বাঁধা যমুনা নদী, হঠাৎ কেউ অসুস্থ হলে চিকিৎসা সেবা পেতে তাদের কষ্টের যেনো সীমা থাকে না। চরে একটি হাসপাতালে তৈরির দাবি স্থানীয়দের।

ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান জানান, দুর্গম চরের মানুষের চলাচলের সুবিধার জন্য ও চিকিৎসা সেবা নিশ্চিত করতে উদ্যোগ নেয়া হবে।