গ্লোবাল টিভি ছবি
নেজাম উদ্দিন রানা, রাউজান (চট্টগ্রাম) : চট্টগ্রামের রাউজানে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে ব্লক প্রদর্শনী স্থাপনের মাধ্যমে উফসী জাতের (ব্রি ধান ৯২) বোরো ধানের সমলয় চাষাবাদ উদ্বোধন হয়েছে।
মঙ্গলবার উপজেলার কদলপুর ইউনিয়নে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদের সভাপতিত্বে অনুষ্ঠানে সন্মানিত অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের উপ পরিচালক মোহাম্মদ আবদুস ছোবহান। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের কৃষি প্রকৌশলী মুহাম্মদ আমজাদ হোসেন খান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মাসুম কবির।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সিরাজাম মুনীর।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা তপন চন্দ্র সেন, উপ সহকারী কৃষি কর্মকর্তা (উন্নয়ন শাখা) সনজীব কুমার সুশীল,শিবু শংকর দে, উপ সহকারী কৃষি কর্মকর্তা আহাম্মদ শাহ,জুয়েল দাশ,সিকু কুমার বড়ুয়া,সৈকত বড়ুয়া,সঞ্জয় কুমার চন্দ।