সংগৃহীত ছবি
এইচ এম মোজাহিদুল ইসলাম নান্নু, পটুয়াখালী: পটুয়াখালীর কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরনকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত সাড়ে বারোটার দিকে কুয়াকাটার তুলাতলী এলাকায় এ ঘটনা ঘটে। এসময় তার দুই হাত, মাথা ও বুকে ছুড়িকাঘাত করে মারাত্মক জখম করা হয়।
স্থানীয়রা আহত অবস্থায় মিরনকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক বরিশাল মেডিকেলে পাঠান। বরিশাল সেবাচিম হাসপাতালে চিকিৎসা শেষে তাকে ঢাকায় পাঠানো হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও এখন পর্যন্ত কাউকে শনাক্ত করতে পারেনি। সাংবাদিক জহিরুল ইসলাম মিরন বাংলাভিশনের কুয়াকাটা প্রতিনিধি হিসেবে কর্মরত।
মহিপুর থানার ওসি তরিকুল ইসলাম জানান, এ ঘটনায় তদন্ত চলছে। দোষীদের খুজে বের করে আইনের আওতায় আনা হবে।