ঢাকা, সোমবার, ১৭ মার্চ ২০২৫ | ২ চৈত্র ১৪৩১ | ১৬ রমজান ১৪৪৬

তেজগাঁওয়ে চালু হলো এসবি ডায়াগনস্টিক ও কনসালটেশন সেন্টার

তেজগাঁওয়ে চালু হলো এসবি ডায়াগনস্টিক ও কনসালটেশন সেন্টার

গ্লোবাল টিভি ছবি

নিজস্ব প্রতিবেদক: আধুনিক ও উন্নত চিকিৎসাসেবার প্রত্যয়ে রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় চালু হলো এসবি ডয়াগনস্টিক ও কনসালটেশন সেন্টার। তেজগাঁও বাবলি মসজিদের উল্টো দিকে ১৮৯/এ তেজগাঁও শিল্প এলাকায় (গ্লোবাল টেলিভিশন ভবনে) এই প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে।

আজ সোমবার বিকালে এ উপলক্ষে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের সহযোগী অধ্যাপক (নেফ্রোলজি) ডা. ফজলে এলাহী খান এবং গ্লোব ফার্মা গ্রুপের পরিচালক আহমেদ হোসেনসহ সংশ্লিষ্ট চিকিৎসক ও কর্মকর্তাগণ।

অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম ও অভিজ্ঞ ডাক্তারদের সমন্বয়ে এসবি ডয়াগনস্টিক ও কনসালটেশন সেন্টারে থাকবে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার, সকল প্যাথলজিক্যাল পরীক্ষা, ডায়াবেটিস, হাইপার টেনশন, কিডনি, অ্যাজমা, মা ও শিশু, ফিজিওথেরাপি, ভ্যাকসিনেশন ও ডেন্টাল কেয়ার ইউনিট এবং মডেল ফর্মেসি ও ডিপার্টমেন্টাল স্টোর। 

এছাড়াও রয়েছে সব ধরনের হেলথ চেকআপ প্যাকেজ, বিদেশগামীদের এবং শিক্ষার্থীদের বিশেষ হেলথ চেকআপ প্যাকেজ। আরো রয়েছে সব ধরনের চিকিৎসাসেবার হোমসার্ভিস। যোগাযোগের ফোন নাম্বার : ০১৬১১২২০৫১৪, ০১৬১১৮১১৯৯৫।