ঢাকা, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫ | ৪ চৈত্র ১৪৩১ | ১৭ রমজান ১৪৪৬

আ ক ম মোজাম্মেলসহ চারজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আ ক ম মোজাম্মেলসহ চারজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকসহ চারজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে ঢাকার একটি  আদালত।

নিষেধাজ্ঞা দেয়া অন্যরা হলেন- অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব ফরিদ আজিজ, বেনাপোল কাস্টম হাউজের সাবেক কমিশনার মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী ও তার স্ত্রী হোসনা ফেরদৌস সুমি।

দুদকের পৃথক তিনটি আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার জেষ্ঠ্য বিশেষ জজ জাকির হোসেন গালিব রবিবার এ আদেশ দেন।

মোজাম্মেল হকের দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদনে বলা হয়, আ ক ম মোজাম্মেল হকের বিরুদ্ধে ঠিকাদারী কাজে কমিশন গ্রহণ, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাত করে বিদেশে পাচারসহ নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগটি অনুসন্ধানাধীন রয়েছে। তিনি দেশত্যাগ করে অন্য দেশে যাওয়ার চেষ্টা করছেন। অনুসন্ধান কার্য সুষ্ঠুভাবে পরিচালনার জন্য তার বিদেশ গমণ রহিত করা একান্ত আবশ্যক।