ঢাকা, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫ | ৪ চৈত্র ১৪৩১ | ১৭ রমজান ১৪৪৬

অতীত নিয়ে পড়ে থাকলে চলবে না : ডা. শফিক

অতীত নিয়ে পড়ে থাকলে চলবে না : ডা. শফিক

গ্লোবাল টিভি ছবি

মিজানুর রহমান, সুনামগঞ্জ : ছাত্র আন্দোলনে যারা জীবন দিয়েছে, তারা এমনি এমনি জীবন দেয়নি। তারা এ পচা সমাজ ব্যবস্থা দেখতে চায় না বলেই জীবন দিয়েছে। তারা একটি শ্রেষ্ঠ সমাজ গড়তে চায়, দেখতে চায়। যদি দেশের জনগণের সেবা করার দায়িত্ব আমরা পাই, তাহলে একটি সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করব। 

তিনি আরো বলেন, বাংলাদেশকে নতুনভাবে আমাদেরকেই গড়ে তোলতে হবে। অতীত নিয়ে পড়ে থাকলে চলবে না। তবে যারা বিগত ১৫ বছর দেশের মানুষের উপর অমানবিক নির্যাতন, হত্যা, ঘুম, চাঁদাবাজি, অর্থপাচার করেছে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। 

আজ শনিবার দুপুরে সুনামগঞ্জ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ড.শফিকুর রহমান। 

সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত এ কর্মী সম্মেলনে সুনামগঞ্জ জেলা জামায়াতের আমীর মাওলানা তোফায়েল আহমেদ খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ফখরুল ইসলাম, মাওলানা হাবিবুর রহমান, আইনজীবী শিশির মনির, সিলেট জেলা আমীর ফখরুল ইসলাম প্রমুখ।