ঢাকা, সোমবার, ১৭ মার্চ ২০২৫ | ২ চৈত্র ১৪৩১ | ১৬ রমজান ১৪৪৬

হিলি প্রেসক্লাবের উদ্বোধন

হিলি প্রেসক্লাবের উদ্বোধন

গ্লোবাল টিভি ছবি

মো. লুৎফর রহমান, হিলি (দিনাজপুর) : দিনাজপুরের হাকিমপুর উপজেলায় হিলি প্রেসক্লাব-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। 

শুক্রবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় হিলি স্থলবন্দরের চারমাথা মোড়ে অস্থায়ী কার্যালয়ে কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। 

পরে হিলি প্রেসক্লাবের আহ্বায়ক গোলাম রব্বানীর সভাপতিত্বে ও সদস্য সোহেল রানার সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়। 

বক্তব্য রাখেন হাকিমপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, উপজেলা জামায়াতের আমীর মোঃ আমিনুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ সুজন মিঞা, পুলিশ পরিদর্শক এস এম জাহাঙ্গীর আলম, হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম আরিফ, পৌর বিএনপির সভাপতি ফরিদ খান, যুগ্ম সাধারণ  জুয়েল হোসেন প্রমুখ।