ঢাকা, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫ | ৪ চৈত্র ১৪৩১ | ১৭ রমজান ১৪৪৬

সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্টের নাম ঘোষণা

সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্টের নাম ঘোষণা

সংগৃহীত ছবি

সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন হায়াত তাহরির আল শামের নেতা আহমেদ আল শারা। বুধবার (২৯ জানুয়ারি) তার নাম ঘোষণা করা হয়।

ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন এই নেতা। অস্থিতিশীল এই পরিস্থিতিতে সংবিধান স্থগিত করে আল শারাকে একটি অস্থায়ী আইন পরিষদ ঘঠনের ক্ষমতা দেয়া হয়েছে। আসাদ বিরোধী অভিযানে অংশ নেয়া সামরিক কমান্ডারদের বৈঠকে এসব সিদ্ধান্ত হয়েছে।

নতুন প্রেসিডেন্ট শারা জানিয়েছেন, তিনি একটি অন্তর্বর্তীকালীন আইনসভা গঠন করবেন, যা দেশের শাসন পরিচালনা করবে যতক্ষণ না একটি নতুন সংবিধান অনুমোদিত হয়। আসাদবিরোধী সব বিদ্রোহী গোষ্ঠী ভেঙে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মধ্যে একীভূত করা হবে বলেও জানান তিনি।

সেনা কমান্ডারদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে শারা বলেন, নতুন নেতৃত্বের সামনে রয়েছে ‘একটি বিশাল দায়িত্ব ও কঠিন চ্যালেঞ্জ’। 

ডিসেম্বরে আল-আরাবিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে শারা বলেছিলেন, নতুন নির্বাচন অনুষ্ঠিত হতে চার বছর পর্যন্ত সময় লাগতে পারে।