সংগৃহীত ছবি
সুদানের দারফুর অঞ্চলের এল-ফাশারে একটি হাসপাতালে ভয়াবহ ড্রোন হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৬৭ জনে দাঁড়িয়েছে। শুক্রবারের (২৪ জানুয়ারি) এ হামলায় আহত হয়েছেন অনেকে।
আলজাজিরা বলছে, শুক্রবারের হামলায় ৬৭ জন নিহত এবং আরও বহু মানুষ আহত হয়েছেন বলে স্থানীয় কর্মী এবং একটি চিকিৎসা সূত্র শনিবার (২৫ জানুয়ারি) জানিয়েছে। মূলত সুদানের দারফুর অঞ্চলের এল-ফাশারের সর্বশেষ যে কয়েকটি হাসপাতাল কার্যকর রয়েছে তার একটিতেই এই ড্রোন হামলার ঘটনা ঘটল।
নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র এএফপিকে জানিয়েছে, ‘ড্রোন হামলায় আহতদের মধ্যে আজ আরও ৩৭ জন মারা গেছেন, যার ফলে নিহতের সংখ্যা ৬৭ জনে পৌঁছেছে। ’ প্রাথমিকভাবে ৩০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল।
আঞ্চলিক গভর্নর মিনি মিনাউই শনিবার মৃতদেহের কয়েকটি গ্রাফিক চিত্র তার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পোস্ট করে লিখেছেন, এই হামলায় নারী ও শিশুসহ ৭০ জনেরও বেশি রোগীকে ‘মেরে ফেলা’ হয়েছে।
২০২৩ সালের এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনী ও আধাসামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে যুদ্ধ চলছে। আরএসএফ বিস্তীর্ণ পশ্চিমাঞ্চলীয় দারফুরের প্রায় পুরোটা দখল করেছে এবং মে মাস থেকে এল-ফাশার শহরটি অবরোধ করে রেখেছে। তবে শহরটি এখনো তারা দখল করতে পারেনি। কারণ সেনাবাহিনী সমর্থিত মিলিশিয়ারা তাদের বারবার প্রতিহত করছে।