ঢাকা, শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫ | ৩ ফাল্গুন ১৪৩১ | ১৫ শা‘বান ১৪৪৬

ডিএনডি খাল থেকে ভাসমান লাশ উদ্ধার

ডিএনডি খাল থেকে ভাসমান লাশ উদ্ধার

গ্লোবাল টিভি ছবি

মো.মনিরুল আলম : রাজধানীর ডেমরায় ডিএনডি খাল থেকে অজ্ঞাত অনুমান (৪০) এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে ডেমরা থানা পুলিশ। বুধবার দুপুরে সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য লাশ রাজধানীর মিটফোর্ড ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। 

সকালে পথচারীদের কাছ থেকে খবর পেয়ে থানা পুলিশ বাঁশেরপুল এলাকার বাঁশের সাঁকো সংলগ্ন ডিএনডি খাল থেকে দুপুরে ওই লাশ উদ্ধার করে। লাশের পড়নে কোন কাপড় না পাওয়া গেলেও পাশে জ্যাকেট ও লুঙ্গি পাওয়া যায়। মৃতের গায়ে তেমন কোন আঘাতের চিহ্ন পাওয়া না গেলেও কপালে ও শরীরে টানা হেচরার ছিলা দাগ পাওয়া যায়। 

ডেমরা থানার ওসি মো. মাহমুদুর রহমান বলেন, পিবিআই নমুনা সংগ্রহ করেছে এবং পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে।