ঢাকা, শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫ | ৩ ফাল্গুন ১৪৩১ | ১৫ শা‘বান ১৪৪৬

কালকিনিতে সন্ত্রাসী গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

কালকিনিতে সন্ত্রাসী গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

গ্লোবাল টিভি ছবি

তারিকুল ইসলাম সুজন, কালকিনি-ডাসার (মাদারীপুর): মাদারীপুরের কালকিনি রমজানপুরে বাজারে আতঙ্ক সৃষ্টিকারী, বোমা সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার উপজেলার রমজানপুর ইউনিয়ন পরিষদের সামনে নতুন টরকী বাজারের দোকান মালিক সমিতির পক্ষ থেকে এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।

জানা যায়, বাজার মালিক পক্ষের দাবি, সম্প্রতি সন্ত্রাসী জামাল বেপারী ও মিলন বেপারীর নেতৃত্বে ইরান বেপারী, সাকিব ইসলাম নয়ন, শাহজামালসহ একাধিক সন্ত্রাসী নতুন টরকী বাজারে বোমা বিস্ফোরণ ঘটায়। এতে করে বাজারের ক্রেতা বিক্রেতা ও ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে পড়ে। এ ঘটনায় কালকিনি থানায় অভিযোগ দেয়া হলেও এখনো কোনো ব্যবস্থা নেয়া  হয়নি।

মানববন্ধনে বক্তব্য রাখেন বাজার ব্যবসায়ী মোঃ কাইয়ুম হাওলাদার, মোঃ রকিব বেপারী, মোঃ মঈন রাড়ী, মোঃ সবুজ হোসেন, মোঃ কামরুল ইসলাম।