গ্লোবাল টিভি ছবি
মোঃ আশরাফ হোসেন ঢালী: ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান বলেন, স্বৈরাচার সরকারের সময় খেলাধুলা না থাকায় কিশোর গ্যাং তৈরি হয়েছিল। শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায় উদ্বুদ্ধ করতে হবে। এতে করে তাদের মানসিক বিকাশ ঘটবে, পাশাপাশি তারা বিভিন্ন অন্যায় ও গ্রুপিং করে আড্ডা দেয়া থেকে বিরত থাকবে।
মঙ্গলবার দুপুরে নওয়াব হাবিবুল্লাহ্ মডেল স্কুল এন্ড কলেজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি
বলেন, স্বৈরাচার সরকার কখনো শিক্ষার্থীদের মূল্যায়ন করেনি। শিক্ষা ব্যবস্থা ভেঙে দিয়ে তাদেরকে ছাত্রলীগ বানিয়ে দাস হিসেবে ব্যবহার করেছে আওয়ামী লীগ। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে আশপাশের মাদকের ছড়াছড়ি ছিল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমরা ছাত্র-ছাত্রীদের পুনরায় খেলাধুলায় ফিরিয়ে আনার চেষ্টা করছি।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোহাম্মদ আব্দুস সালাম সরকার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর হোসেন, মোঃ আক্তার হোসেন, এম কফিল উদ্দিন আহমেদ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, মির্জা মাহমুদা প্রমুখ।