ঢাকা, শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫ | ৩ ফাল্গুন ১৪৩১ | ১৫ শা‘বান ১৪৪৬

আড়াইহাজারে বিএনপি নেত্রীর লিফলেট বিতরণ

আড়াইহাজারে বিএনপি নেত্রীর লিফলেট বিতরণ

গ্লোবাল টিভি ছবি

মো.মনিরুল আলম  (নারায়ণগঞ্জ) : নারায়ণগঞ্জের আড়াইহাজারে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার আলোকে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ ও পথসভা করেছেন বিএনপির কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার।

সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত আড়াই হাজার উপজেলার হাইজাদী ইউনিয়নের তিলচন্দী, ইলমদী,সেনদী মাদবদী ও ব্রাহ্মন্দী ইউনিয়নের প্রভাকরদী,ফাউসা বাজার,মারুয়াদী,লেঙ্গুরদী,ইদবারদী,বালিয়া পাড়া বাজারসহ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগসহ পথসভা করেন ।

পথসভায় পারভীন আক্তার বলেন, ৩১ দফা কর্মসূচীর লিফলেট প্রতিটি ঘরে ঘরে পৌছানোর কার্যক্রম চলমান থাকবে। দলের নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি, সন্ত্রাস, দখলদারিত্ব ও নৈরাজ্য সৃষ্টি করবে, চোর ডাকাতকে আশ্রয়- প্রশ্রয় দিয়ে দলের বদনাম করবে, তাদেরকে কঠোর হস্তে দমন করা হবে। 

পথসভায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শহিদুল্লাহ মিয়া চেয়ারম্যান, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন অনু প্রমুখ।