ঢাকা, শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫ | ৩ ফাল্গুন ১৪৩১ | ১৫ শা‘বান ১৪৪৬

জিয়া ক্রিকেট টুর্নামেন্ট : সিলেটকে হারিয়ে শিরোপা রংপুরের

জিয়া ক্রিকেট টুর্নামেন্ট : সিলেটকে হারিয়ে শিরোপা রংপুরের

সংগৃহীত ছবি

নিজস্ব প্রতিবেদক:  জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত জিয়া ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে ররিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিলেট বিভাগকে ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর বিভাগ।

ফাইনালের নায়ক ছিলেন যুব বিশ্বকাপ দলের সদস্য আব্দুল্লাহ আল মামুন। তার ৬৬ রানের দায়িত্বশীল ইনিংসেই জয় পায় রংপুর। ম্যাচ সেরা হন আব্দুল্লাহ আল মামুন। 

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে সিলেট বিভাগ ২০ ওভারে তোলে ১৪৩ রান। ওপেনার ওয়াসিফ আকবর দলের হয়ে সর্বোচ্চ ৫৮ রান করেন (৪১ বলে ৫ চার ও ৩ ছক্কায়)। তবে দলের অন্যান্য ব্যাটারদের সেভাবে সঙ্গ দিতে না পারায় স্কোরটা খুব বেশি বড় হয়নি।

রংপুরের বোলাররা নিয়ন্ত্রিত বোলিং করেন। সোহানুর রহমান নেন ২টি উইকেট। অন্যদিকে, জাতীয় দলের সাবেক ক্রিকেটার অলক কাপালি সিলেটের হয়ে ২৫ রান খরচায় ২টি উইকেট নিলেও ব্যাট হাতে গোল্ডেন ডাকের শিকার হন।

১৪৪ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই ধাক্কা খায় রংপুর। তবে একপ্রান্ত আগলে রেখে দারুণ ব্যাটিং করেন আব্দুল্লাহ আল মামুন। তার ৫৯ বলের ইনিংসে ছিল ৭টি চার ও ২টি ছক্কা। জয় থেকে মাত্র ৭ রান দূরে থাকতেই আউট হন তিনি। এরপর বাকিটুকু সহজেই পেরিয়ে যায় রংপুর।

জিয়া ক্রিকেট টুর্নামেন্টটি বিএনপির ১০টি সাংগঠনিক বিভাগের মধ্যে আয়োজিত হয়। প্রতিটি বিভাগ থেকে দুটি করে দল অংশ নেয়, যার মধ্যে সেরা দলগুলো মূল পর্বে খেলার সুযোগ পায়। ঢাকায় মূল পর্ব শুরু হয় ১৬ জানুয়ারি।

টুর্নামেন্টের উদ্বোধন করেছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল ও মোহাম্মদ আশরাফুল। 

ফাইনালে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন তিনি। এ ছাড়া মাঠে উপস্থিত ছিলেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক বিএনপি নেতা আমিনুল হক এবং বিসিবি সভাপতি ফারুক আহমেদসহ বেশ কয়েকজন পরিচালক। 

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে টুর্নামেন্টের সমাপনি অনুষ্ঠান, কনসার্ট ও ফাইনাল খেলা সরাসরি সম্প্রচার করেছে গ্লোবাল টেলিভিশন।