গ্লোবাল টিভি ছবি
রংপুর ব্যুরো : কার্যকর প্রেস কাউন্সিল গঠনের মাধ্যমে সাংবাদিক ও গণমাধ্যমের সুরক্ষা নিশ্চিত করা হবে মন্তব্য করে গণমাধ্যম সংস্কার কমিশন প্রধান কামাল আহমেদ বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা সংরক্ষণ ও সমৃদ্ধ করতে প্রেসকাউন্সিল গঠন করা হলেও বিগত দিনে তা বাস্তবায়ন করা যায়। মানুষ অনলাইনের উপর নির্ভরশীল হয়েছে, সোশ্যাল মিডিয়ার উপর নির্ভরশীল হয়েছে। আমরা বিগত ১৫ বছরে মূল ধারার সাংবাদিকরা ব্যর্থ হয়েছি রাজনৈতিক কারণে।
তিনি বলেন, আমরা রাজনৈতিক প্রভাবের কারণে মূল ধারার সাংবাদিকরা ব্যর্থ হয়েছি। বড় বড় কর্পোরেট মালিকদের স্বার্থ হাসিলের জন্য মিডিয়দেরকে ব্যবহার করেছেন তাদের স্বার্থ রক্ষার জন্য। তখন দেখা গেছে মানুষের স্বার্থ মানুষের ভোগান্তি সে কথাগুলো না লিখে তাদের কথাই লিখছেন মালিকদের কথামতো।
রবিবার দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভায় সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি স্থায়ী মিডিয়া কমিশন গঠন এবং নির্যাতিত-নিপীড়িত সাংবাদিকদের পাশে রাষ্ট্রকে দাঁড়ানোর সুপারিশমালা তুলে ধরার কথা জানান। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন,গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য অধ্যাপক গীতিআরা নাসরীনসহ অন্যরা।
সংস্কার কমিশন প্রধান বলেন, আপনাদের বিষয়গুলো যথাযথভাবে সরকারের কাছে তুলে ধরতে পারি এবং তাদের সংস্কার কমিশনের প্রস্তাবগুলো সরকারকে মানাতে পারি আমাদের সুপারিশ মালা। তাহলে পরিবর্তন সম্ভব এবং অবশ্যই সেই পরিবর্তন আসবে।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর বিভাগের দেড় শতাধিক প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক।