ঢাকা, শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫ | ৩ ফাল্গুন ১৪৩১ | ১৫ শা‘বান ১৪৪৬

আড়াইহাজারে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ

আড়াইহাজারে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ

ফাইল ছবি

মো. মনিরুল আলম (নারায়ণগঞ্জ) : নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার মেঘনা বেষ্টিত কালাপাহাড়িয়া ইউনিয়নের রাধানাগর গ্রামে সম্পত্তি সংক্রান্ত বিরোধে মিলন মিয়া (৫০) নামে একজনকে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে শনিবার। এ ব্যাপারে নিহতের ভাই জহর আলী বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

নিহত মিলনের পিতার নাম মৃত নোয়াব আলী।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের মতিন এবং প্রতিপক্ষ জহর আলী গংদের মধ্যে সম্পত্তি সংক্রান্ত বিরোধে মিলন গং মামলা করে জহর আলী গংদের বিরুদ্ধে। শনিবার এ মামলার নোটিশ  বাড়িতে এলে দুই পক্ষের মধ্যে বাকবিতন্ডা এবং হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে মিলন অসুস্থ হয়ে পড়লে তাকে তাকে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।  

প্রতিপক্ষ ইসমাইলের স্ত্রী মানসুরা বেগম বলেন, এ ঘটনার পর নিহত মিলনের স্বজনরা  আমাদের বাড়ি ঘর ভাঙচুর করে সবকিছু লুট করে নিয়ে যায়। মিলন ঘটনার সময় এসে উচ্চস্বরে বাক-বিতণ্ডা শুরু করলে মাথা ঘুরে পড়ে যান, আমাদের কোন লোক তাকে  মারধর করেনি, তিনি স্ট্রোক করে মারা যান। গত ৪-৫ দিন আগেও তিনি স্ট্রোক করেছিলেন। আমাদের লোকজনকে ফাঁসানোর জন্য মিথ্যা অভিযোগ দায়ের করেছেন। 

নিহত মিলন মিয়ার ভাই জহুর আলী বলেন, আমার ভাইকে, প্রতিপক্ষের ইসমাইল, সুফিয়ান,আরিফ,মতিন, রঙ্গি, সাঁজোয়ার , জাহাঙ্গীর  পিটিয়ে হত্যা করেছে।  

এ বিষয়ে নিহতের ভাই জহর আলী বাদী হয়ে শনিবার রাতেই দশজনকে নামীয় আসামি করে একটি হত্যার অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন বলেন, ময়না তদন্তের রিপোর্টের উপর  পরবর্তী আইনগত কার্যক্রম চলবে।