গ্লোবাল টিভি ছবি
নিজস্ব প্রতিবেদক: দারুনননাজাত একাডেমি ‘রত্নগর্ভা মা অ্যাওয়ার্ড ২০২৪’ পেলেন ২৫ মা। সন্তানের রেজাল্ট, কো-কারিকুলার অ্যাক্টিভিটিসসহ সার্বিক সফলতার উপর ভিত্তি করে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
শনিবার সকালে দারুনননাজাত একাডেমি অডিটরিয়ামে ২৫ জন মায়ের হাতে অ্যাওয়ার্ড তুলে দেয়া হয়।
‘রত্নগর্ভা মা অ্যাওয়ার্ড ২০২৪’ অনুষ্ঠানে একাডেমির সিইও নাজমুল ইসলাম বলেন, মায়ের অবদান কখনো ক্ষুদ্র নয়। ক্ষুদে শিক্ষার্থীরা একদিন এই জাতির পথপ্রদর্শক হবে। পৃথিবীর অমূল্য সম্পদ হবে। একজন সন্তান অমূল্য সম্পদ হয়ে ওঠে তার মায়ের অপরিসীম ত্যাগ, সীমাহীন কষ্ট ও দিনের পর দিন সন্তানকে মানুষ করার আপ্রাণ প্রয়াস থেকে। কোনো সন্তানই মায়ের অবদান অস্বীকার করতে পারে না।
একাডেমির অধ্যক্ষ মাওলানা জিয়াউল হক বলেন, মায়ের অবদান সম্পর্কে কুরআন, হাদিসসহ বহু গ্রন্থে বহু আলোচনা এসছে। মায়ের অবদান চিরকালই অসামান্য। আমরা এই অ্যাওয়ার্ডের মাধ্যমে মায়েদের সম্মান দেখিয়েছি। আমাদের এই ছোট স্বীকৃতি একদিন বড় হবে। এই সামন্য স্বীকৃতির ছোঁয়ায় যদি একজন মা সামান্য অনুপ্ররেণা পান, তার সন্তান গঠনে সঠিক দিক-নির্দেশনা পান; সেটাই আমাদের জন্য খুশির বার্তা।'
‘রত্নগর্ভা মা অ্যাওয়ার্ড ২০২৪’ পেয়েছেন সুমাইয়া আক্তার তামিমা, কামরুন নাহার, সাদিয়া আক্তার, ইফাত ফারজানা, মারজান আক্তার, সানজিদা জাহান, সিরাজুম মুনীরা, জান্নাতুল ফেরদাউস, রুমি আক্তার, ফাহিমা আক্তার, বিউটি আক্তার, আয়েশা জাহান সাথি, মোসা. মর্জিনা বানু, আফরোজা আফরিন, নাসরিন আক্তার, আসফিয়া খাতুন, মাহমুদা সুলতানা, মারিয়াম আক্তার, মর্জিনা আক্তার, মোসা. নাইমা আক্তার, জেসমিন আক্তার, ইফফাতুদ্দুহা জুঁই, নূরজাহান বেগম, আয়েশা সাইদ ও শারমিন বেগম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফজলুল হক মহিলা কলেজের ইসলামিক স্টাডিস বিভাগের প্রভাষক মনজুর সিদ্দিকী, দারুননাজাত একাডেমির বাংলা প্রভাষক শাকিল আহমেদ প্রমুখ।