ঢাকা, শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫ | ৩ ফাল্গুন ১৪৩১ | ১৫ শা‘বান ১৪৪৬

কেরানীগঞ্জে লঞ্চ ব্যবসায়ী আশরাফুল আলমের মুক্তি দাবি

কেরানীগঞ্জে লঞ্চ ব্যবসায়ী আশরাফুল আলমের মুক্তি দাবি

গ্লোবাল টিভি ছবি

আরিফ সম্রাট, কেরানীগঞ্জ (ঢাকা) : কেরানীগঞ্জের লঞ্চ ব্যবসায়ী মোঃ আশরাফুল আলম জাহিদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও তার নিঃশর্ত মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন তার মা হাজী আয়েশা বেগম। শনিবার দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের কালিগঞ্জ এলাকায় নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে হাজী আয়েশা বেগমের পক্ষে তার মেজ ছেলের স্ত্রী অপু আক্তার লিখিত বক্তব্য পাঠ করেন। এতে জানানো হয়, মোঃ আশরাফুল আলম জাহিদ একজন সফল লঞ্চ ব্যবসায়ী এবং কোনো রাজনৈতিক দলের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। সম্প্রতি ঢাকার ধানমন্ডি থানায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় তাকে অভিযুক্ত করা হয়েছে। মামলায় তাকে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সদস্য এবং সাবেক মেয়র তাপসের অস্ত্রধারী ক্যাডার হিসেবে উল্লেখ করা হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন। এছাড়া দক্ষিণ কেরানীগঞ্জ থানায় দায়ের করা আরেকটি মামলায় এজাহারে তার নাম না থাকা সত্ত্বেও তাকে অ্যারেস্ট দেখানো হয়েছে। 

এ সময় উপস্থিত ছিলেন মোঃ আশরাফুল আলম জাহিদের বড় ভাই রাসেল মেলকার, বড় বোন ওয়াহিদা পারভিন, মেজ ভাবি অপু আক্তারসহ পরিবারের অন্যান্য সদস্যরা। 

পরিবারের দাবি, এই মিথ্যা মামলা একটি ষড়যন্ত্রের অংশ, যা সঠিক তদন্তের মাধ্যমে প্রকাশ পাবে। তারা সরকারের কাছে ন্যায়বিচারের প্রত্যাশা করেছেন।