ঢাকা, শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫ | ৩ ফাল্গুন ১৪৩১ | ১৫ শা‘বান ১৪৪৬

চ্যাম্পিয়নস ট্রফির টিকিটের দাম কত

চ্যাম্পিয়নস ট্রফির টিকিটের দাম কত

ফাইল ছবি

আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ৮টি দলের অংশগ্রহণে হতে যাচ্ছে  চ্যাম্পিয়নস ট্রফির মহারণ। যেখানে লড়বে বাংলাদেশও। 

এবারের আসরে পাকিস্তানের মোট তিনটি ভেন্যুতে হবে চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচগুলো। করাচি, লাহোর ও রাওয়ালপিন্ডি। এবার এই তিনটি ভেন্যুর টিকিট মূল্য তালিকায় এবার প্রকাশ করেছে পিসিবি। সব ধরণের দর্শকদের কথা বিবেচনায় নিয়ে ভিন্ন ভিন্ন বেশ কয়েকটি ক্যাটাগরিতে রাখা হয়েছে টিকিটের দাম।

যেখানে মাঠে বসে খেলা উপভোগ করতে একজন ক্রিকেটপ্রেমীকে ন্যূনতম ১ হাজার পাকিস্তানি রুপি থেকে সর্বোচ্চ ১৮ হাজার রুপি পর্যন্ত গুণতে হতে পারে। বাংলাদেশি টাকার অংকে যা ৪৫০ টাকারও কম থেকে শুরু। বাংলাদেশি টাকার অংকে সর্বনিন্ম ৪৩৭ টাকা থেকে শুরু করে ৭ হাজার ৮৬৮ টাকায় দেখা যাবে প্রতিটি ম্যাচ। 

তবে এই ম্যাচগুলো কেবল গ্রুপপর্বের জন্য। পরবর্তীতে সেমি ফাইনাল ও ফাইনাল ম্যাচের টিকিট প্রতি ২.৫ হাজার রুপি পর্যন্ত বাড়তে পারে।