ঢাকা, শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫ | ২ ফাল্গুন ১৪৩১ | ১৫ শা‘বান ১৪৪৬

তেহরান থেকে রাজধানী সরিয়ে নিচ্ছে ইরান

তেহরান থেকে রাজধানী সরিয়ে নিচ্ছে ইরান

ফাইল ছবি

তেহরান থেকে রাজধানী সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে ইরান। নতুন রাজধানী হবে উপকূলীয় মাক্রান অঞ্চলে। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি।

ফাতেমেহ মোহাজেরানি জানান, তেহরানে জনসংখ্যা, পানি ও বিদ্যুতের চাপ বেড়ে গেছে। তাই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি বলেন, মাক্রানে রাজধানী স্থানান্তর করা হলে ইরান অর্থনৈতিক ও বাণিজ্যিক দিক থেকে লাভবান হবে। ইতোমধ্যে রাজধানী স্থানান্তরের কাজ শুরু হয়েছে।

প্রায় তিন দশক আগেই তেহরান থেকে রাজধানী স্থানান্তরের আলোচনা শুরু হয়। ২০১০ সালেও এ বিষয়ে আলোচনা উঠেছিল। পরিবেশগত ঝুঁকির কারণেই এ আলোচনার শুরু হয়।