গ্লোবাল টিভি ছবি
সোহেল রানা বাবু, বাগেরহাট: সময় টিভির নড়াইল প্রতিনিধি সৈয়দ সজিবুর রহমানের উপর হামলাসহ দেশব্যাপী সাংবাদিকদের উপর হামলা, মামলা, নির্যাতনের প্রতিবাদ ও জড়িতদের আটক ও শাস্তির দাবিতে বাগেরহাটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ জানুয়ারি) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনে বাগেরহাটের কর্মরত গণমাধ্যম কর্মীরা অংশ নেন।
মানববন্ধনে সাংবাদিক নেতারা বলেন, স্বৈরাচারী সরকারের আমলে সাংবাদিকরা যেভাবে হত্যা-নির্যাতনের শিকার হয়েছে, এখনও সেই ধারা অব্যাহত রয়েছে।
মানববন্ধনে বক্তব্য দেন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান, সাধারণ সম্পাদক তরফদার রবিউল ইসলাম, সহসাধারণ সম্পাদক হেদায়েত হোসেন লিটন, সাবেক সভাপতি আহসানুল করিম, সাবেক সহসভাপতি নকিব সিরাজুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আলী আকবর টুটুল, টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ইয়ামিন আলী, দপ্তর সম্পাদক শামসুর রহমান, মোড়েলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এইচ এম মইনুল ইসলামসহ আরও অনেকে।
গত ৩১ ডিসেম্বর রাত সাড়ে ১১টার দিকে নড়াইল শেখ রাসেল সেতুর উপর অজ্ঞাত সন্ত্রাসীদের হামলার শিকার হন সাংবাদিক সৈয়দ সজিবুর রহমান। আশঙ্কাজনক অবস্থায় তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।