ঢাকা, শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫ | ২ ফাল্গুন ১৪৩১ | ১৫ শা‘বান ১৪৪৬

সংবাদভিত্তিক বিটিভি নিউজের যাত্রা শুরু

সংবাদভিত্তিক বিটিভি নিউজের যাত্রা শুরু

সংগৃহীত ছবি

নিজস্ব প্রতিবেদক: বিটিভিকে একটি বস্তুনিষ্ঠ সংবাদ মাধ্যম হিসেবে দাঁড় করাতে নতুন প্রত্যয়ে সংবাদভিত্তিক পূর্ণাঙ্গ টেলিভিশন চ্যানেল হিসেবে যাত্রা শুরু করলো বিটিভি নিউজ। মঙ্গলবার সন্ধ্যা ৭টা থেকে যাত্রা শুরু করে বিটিভি নিউজ।

প্রসঙ্গত, বাংলাদেশ টেলিভিশন দেশের প্রথম টেলিভিশন চ্যানেল হিসেবে যাত্রা শুরু করে ১৯৬৪ সালের ২৫ ডিসেম্বর। পরবর্তী সময়ে ১৯৬৭ সালে এটি পাকিস্তান টেলিভিশন কর্পোরেশনের অধীনে আসে এবং ১৯৭২ সালে রাষ্ট্রপতির আদেশে বাংলাদেশ টেলিভিশন হিসেবে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে বিটিভি এখন সংবাদসহ নানা ধরনের অনুষ্ঠান প্রচার করে আসছে, তবে বিটিভি নিউজ শুধু সংবাদ প্রচারের জন্য বিশেষায়িত চ্যানেল হিসেবে কাজ করবে।

রাষ্ট্রীয় এই গণমাধ্যমের দুইটি কেন্দ্র এবং ১৪টি উপকেন্দ্র আছে।