গ্লোবাল টিভি ছবি
মাগুরা প্রতিনিধি: মাগুরা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে অসহায় ও হত দরিদ্র মানুষের মাঝে প্রথম ধাপের শীত বস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে মাগুরা সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা মাঠে এ সময় মাগুরা ইউনিটির সভাপতি মোঃ ইউনুছ আলী, সাধারণ সম্পাদক আলী আশরাফসহ অন্য সদস্যদের উপস্থিতিতে ১৫০ জনের মাঝে এ শীত বস্ত্র ও কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান, যুগ্ম আহবায়ক খান আমিনুর রহমান পিকুল, বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা জেলা শাখার আমির অধ্যাপক এমবি বাকের, হেফাজতে ইসলামের মাগুরা জেলা শাখার আমির মাওলানা কাজী জাবের বীন মহসীন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাগুরা জেলা শাখার সহসভাপতি মাওলানা মোঃ নাজিরুল ইসলাম, গণঅধিকার পরিষদের মাগুরা জেলা শাখার সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুর রহিম।