ঢাকা, শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫ | ৩ ফাল্গুন ১৪৩১ | ১৫ শা‘বান ১৪৪৬

বাগেরহাটে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সভা

বাগেরহাটে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সভা

গ্লোবাল টিভি ছবি

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ২০২৪ ও দ্বি-বার্ষিক কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে এসোসিয়েশন সভাপতি বিষ্ণুপ্রসাদ চক্রবর্তীর সভাপতিত্বে সভার কার্যবিবরনী পেশ করেন সাধারণ সম্পাদক মোঃ ইয়ামিন আলী। 

এর আগে ২০২৫-২০২৬ কার্য-নির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি পদে এশিয়ান টেলিভিশন এর বাগেরহাট জেলা প্রতিনিধি মোঃ কামরুজ্জামান, সহ-সভাপতি পদে সময় টিভির ষ্টাফ রিপোর্টার আলী আকবর টুটুল, সাধারণ সম্পাদক পদে বাংলা ভিশন বাগেরহাট জেলা প্রতিনিধি মোল্লা মাসুদুল হক, সহ-সাধারণ সম্পাদক পদে এটি এন বাংলা ও এটি এন নিউজ বাগেরহাট জেলা প্রতিনিধি এস এম আমিরুল হক বাবু, কোষাধ্যক্ষ পদে চ্যানেল ২৪-এর বাগেরহাট জেলা প্রতিনিধি মোঃ আরিফুল ইসলাম, দপ্তর ও ক্রীড়া সম্পাদক পদে আর টিভির জেলা প্রতিনিধি এস এম শামসুর রহমান,  আই সিটি ও প্রচার সম্পাদক পদে ইন্ডিপেন্ডেন্ট টিভির জেলা প্রতিনিধি অলিপ ঘটক নির্বাচিত হন। 

নির্বাহী সদস্য আহসানুল করিম, মোঃ ইয়ামিন আলী, এইচ এম মঈনুল ইসলাম, শওকত আশরাফি বাবু, তরফদার রবিউল ইসলাম, বাগেরহাট সোহেল রানা বাবু (গ্লোবাল টেলিভিশন) নির্বাচিত হন।