ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫ | ৭ মাঘ ১৪৩১ | ২০ রজব ১৪৪৬

নোয়াখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে নলকূপ বিতরণ

নোয়াখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে নলকূপ বিতরণ

গ্লোবাল টিভি ছবি

সাইফুর রহমান রাসেল, নোয়াখালী : নোয়াখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫১টি পরিবারের মাঝে ১০লক্ষ টাকা মুল্যের অগভীর নলকূপ স্থাপন করে দিয়েছে আন নুর ফাউন্ডেশন নামের একটি সামাজিক সংগঠন। 

আজ রবিবার (৮ডিসেম্বর) সকালে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মীরওয়ারিশপুর ইউনিয়নের মীর আলীপুর গ্রামে ৫১টি পরিবারের মাঝে এই নলকূপ ও খাবার বিতরণ করা হয়। এছাড়াও সংগঠনটি সম্প্রতি নোয়াখালীতে অসহায় মানুষের মাঝে ৪০ লক্ষ টাকার খাদ্যসামগ্রী ও ওষুধ বিতরণ করেছে।

শুধু তাই নয়, ফাউন্ডেশনটি টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প, সিরাজগঞ্জের চৌহালী, লক্ষ্মীপুর ও সিলেট জেলার ভয়াবহ বন্যায় নগদ অর্ধকোটি টাকার অর্থ সহায়তা দিয়েছে।

ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ তাজুল ইসলাম মাদানী গৃহহীনদের জন্য ঘর নির্মাণ করে দেয়ার আশ্বাস দিয়েছেন।
 
এ সময় উপস্থিত ছিলেন আন নূর ফাউন্ডেশনের  সাধারণ সম্পাদক মুফতি কেএম শফিউল ইসলাম, ফাউন্ডেশনের সম্পাদক মুফতি সুলতান মাহমুদুর রহমান, ফাউন্ডেশনের নির্বাহী মেম্বার মো: ওয়াহিদুর রহমান, মীর আলীপুর সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি মুফতি শিব্বির আহম্মেদ।