ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫ | ৭ মাঘ ১৪৩১ | ২০ রজব ১৪৪৬

ইসকন নিষিদ্ধের দাবিতে বাগেরহাটে শিক্ষার্থীদের বিক্ষোভ

ইসকন নিষিদ্ধের দাবিতে বাগেরহাটে শিক্ষার্থীদের বিক্ষোভ

গ্লোবাল টিভি ছবি

সোহেল রানা বাবু, বাগেরহাট: ভারতের আগরতলায় বাংলাদেশের উপ-হাইকমিশনে হামলা, ভারতীয় আগ্রাসনের প্রতিবাদ ও ইসকন নিষিদ্ধের দাবিতে বাগেরহাটে বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। 

বৃহস্পতিবার দুপুরে শহরের নূর মসজিদ এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে বাগেরহাট প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। এসময় ইসকন নিষিদ্ধের দাবীতে বিভিন্ন শ্লোগান দিতে থাকে শিক্ষার্থীরা।

বিক্ষোভ মিছিল শেষে পথসভায় বক্তব্য রাখেন বাগেরহাট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফাহিম সরদার, আরমান শিকদার, নিহান মিনা প্রমুখ।