ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫ | ৭ মাঘ ১৪৩১ | ২০ রজব ১৪৪৬

স্বৈরাচারবিরোধী আন্দোলনের রক্তঋণ শোধ করতে হবে: আমান

স্বৈরাচারবিরোধী আন্দোলনের রক্তঋণ শোধ করতে হবে: আমান

গ্লোবাল টিভি ছবি

আরিফ সম্রাট, কেরানীগঞ্জ (ঢাকা) : ছাত্রজনতার আত্মত্যাগের মাধ্যমে ষোল বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলন পূর্ণতা পেয়েছে স্বৈরাচার সরকারের পতনে। এই রক্তঋণ শোধ করতে হলে নিজ হাতে ভোট দিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমান উল্লাহ আমান।

মঙ্গলবার সাভার থানার ভাকুর্তা ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড যুবদলের কর্মী সভায় তিনি এসব কথা বলেন।

আমান বলেন, স্বৈরাচারী শাসনামলে বিএনপি করার কারণে আমাদের নেতাকর্মীদের ওপর হামলা হয়েছে, মিথ্যা মামলায় তাদের এলাকা ছাড়া করা হয়েছে। তাদের ব্যবসা-বাণিজ্য বন্ধ করে দেয়া হয়েছে।

তিনি অভিযোগ করেন, পতিত স্বৈরাচার পালাবে না বলেও পালিয়েছে এবং এখন পাশের দেশে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এমনকি বাংলাদেশের বিভিন্ন স্থানে হামলা এবং ভারতে বাংলাদেশের উপহাই কমিশন কার্যালয়ে হামলায় ইন্ধন দিচ্ছে। আমরা সংঘবদ্ধ থেকে সব ষড়যন্ত্র মোকাবিলা করবো, ইনশাআল্লাহ।

সাবেক ডাকসু ভিপি আমান বলেন, স্বৈরাচার সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছিল। তিনবার ভোটারবিহীন নির্বাচন আয়োজন করে তারা সরকার গঠন করেছিল। ২০৪১ সাল পর্যন্ত অবৈধভাবে ক্ষমতায় থাকার স্বপ্ন দেখেছিল। কিন্তু আল্লাহ তাদের সে সুযোগ দেননি। ছাত্রজনতার আন্দোলনের মাধ্যমে তাদের ক্ষমতাচ্যুত হতে হয়েছে।

ভাকুর্তা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আশরাফুল আলমের সভাপতিত্বে ও সদস্য মোঃ আনোয়ারুল ইসলাম সোহাগের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি, ভাকুর্তা ইউনিয়ন বিএনপির সভাপতি সারোয়ার হোসেন, সাধারণ সম্পাদক নুরুল মমিন, কেরানীগঞ্জ মডেল উপজেলা যুবদলের আহবায়ক হাজী আসাদুজ্জামান রিপন।