ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫ | ৭ মাঘ ১৪৩১ | ২০ রজব ১৪৪৬

ভালুকায় অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ

ভালুকায় অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ

গ্লোবাল টিভি ছবি

মো: শাহিদুজ্জামান সবুজ,ভালুকা (ময়মনসিংহ) : ময়মনসিংহের ভালুকায় পৌর বিএনপির আহ্বায়ক হাতেম খানের বিরুদ্ধে ‘বানোয়াট সংবাদ প্রকাশের’ প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে পৌর বিএনপি ও অঙ্গসংগঠন। 

এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালাহ উদ্দিন আহম্মেদ, যুগ্ম আহ্বায়ক রুহুল আমীন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, জহির রায়হান, আবু তাহের ফকির, স্বপন বনিক, উপজেলা শ্রমিকদলের সভাপতি সৌমিক হাসান সোহাগ, সাধারণ সম্পাদক শাহ সুজন।