গ্লোবাল টিভি ছবি
মো.শফিকুল ইসলাম মতি, নরসিংদী: নরসিংদী রেলওয়ে স্টেশন সংলগ্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। একই স্থানে ফের স্থাপনা নির্মান শুরু করে প্রভাবশালীরা। এ বিষয়ে একটি অনুসন্ধানী রিপোর্ট করে গ্লোবাল টেলিভিশন। বিষয়টি কর্তৃপক্ষের নজরে এলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাত পারভেজ ও বিভাগীয় সহকারী সম্পত্তি কর্মকর্তা মো.আসাদুজ্জামানের নেতৃত্বে আজ সোমবার দুপুরে উচ্ছেদ অভিযান শুরু করে কর্মকর্তারা।
এসময় স্থানীয় প্রভাবশালীদের বাধার মুখে পন্ড হয়ে যায় উচ্ছেদ অভিযান। কয়েকটি স্থাপনা উচ্ছেদের সময় তোপের মুখে পড়েন প্রশাসনের কর্মকর্তারা। পরে অবৈধ দখলদাররা নির্মাণ কাজ না করার অঙ্গিকার করলে উচ্ছেদ অভিযান স্থগিত করে চলে যান কর্মকর্তারা।
তারা জানান, উচ্ছেদের আগেই মাইকিং করে সবাইকে সর্তক করে রেলওয়ে কর্তৃপক্ষ। এরপরও দখলকারীরা অবৈধ স্থাপনা সরিয়ে না নিয়ে নির্মাণ কাজ অব্যাহত রাখে। তবে এ বিষয়ে অবৈধ দখলদাররা ক্যামেরার সামনে কোন কথা বলতে রাজি হয়নি।