ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫ | ৭ মাঘ ১৪৩১ | ২০ রজব ১৪৪৬

আরো যেসব মামলায় দণ্ড আছে তারেক রহমানের

আরো যেসব মামলায় দণ্ড আছে তারেক রহমানের

ফাইল ছবি

নিজস্ব প্রতিদবেদক: ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে জরুরি অবস্থা জারির পর গ্রেপ্তার হয়েছিলেন তারেক রহমান। পরে জামিনে ‘মুক্তি’ পেয়ে সপরিবারে দেশ ছাড়েন তিনি। বর্তমানে তিনি লন্ডনে অবস্থান করছেন। বিগত আওয়ামী লীগের আমলে তার বিরুদ্ধে একর পর এক মামলা এবং রায় হতে থাকে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তারেক রহমানের বিরুদ্ধে ৮৪টি মামলার মধ্যে ৫টিতে দণ্ড হয়। এর মধ্যে একুশে আগস্টের গ্রেনেড হামলা মামলা থেকে ররিবার খালাস পেয়েছেন তিনি। এছাড়াও খারিজ, খালাস ও অব্যাহতি পেয়েছেন ৩৯টি মামলায়। 
 
এখনও যেসব মামলায় সাজাপ্রাপ্ত তারেক রহমান, তার মধ্যে রয়েছে -
 
অরফানেজ ট্রাস্ট মামলা: তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ২০০৮ সালে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা করে দুদক। এ মামলায় গ্রেপ্তার হয়েছিলেন তারেক রহমান। মামলায় অভিযোগ ছিল, এতিমদের জন্য বিদেশ থেকে পাওয়া ২ কোটি ১০ লাখ টাকার বেশি অর্থ ট্রাস্টের কাজে ব্যবহার করা হয়নি। সেই টাকা নিজেদের হিসাবে জমা রাখার মাধ্যমে আত্মসাৎ করা হয়। এ মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন বিচারিক আদালত। একই সঙ্গে তারেক রহমানসহ অন্য পাঁচ আসামিকে ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়। মামলাটি বর্তমানে আপিল বিভাগে বিচারাধীন।
 
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন: জ্ঞাত আয়বহির্ভূতভাবে সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে করা মামলায় ২০২৩ সালের ২ আগস্ট তারেক রহমানকে ৯ বছর এবং তার স্ত্রী ডা. জোবাইদা রহমানকে ৩ বছর কারাদণ্ড দেয় ঢাকার একটি আদালত।