ঢাকা, সোমবার, ১৭ মার্চ ২০২৫ | ২ চৈত্র ১৪৩১ | ১৬ রমজান ১৪৪৬

নোয়াখালীতে শিবিরের উদ্যোগে আন্ত:থানা ফুটবল টুর্নামেন্ট

নোয়াখালীতে শিবিরের উদ্যোগে আন্ত:থানা ফুটবল টুর্নামেন্ট

গ্লোবাল টিভি ছবি

আবু রায়হান সরকার: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নোয়াখালী জেলা উত্তর শাখার উদ্যোগে আন্ত:থানা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে জেলার  বেগমগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে এ ফাইনাল অনুষ্ঠিত হয়।

ইসলামী ছাত্রশিবির নোয়াখালী জেলা উত্তর শাখার সভাপতি মশিউর রহমান ফাহাদের সভাপতিত্বে সেক্রেটারি দাউদ ইসলামের
সঞ্চালনায় ফাইনাল খেলা উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য মাওলানা আলাউদ্দিন। প্রধান অতিথি ছিলেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান। 

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন, বেগমগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জহিরুল ইসলাম।

ফাইনাল খেলায় বেগমগঞ্জ থানার চৌমুহনী সরকারি কলেজ শাখা বনাম চাটখিল থানা দক্ষিণ শাখা প্রতিদ্বন্দ্বিতা করে। নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হলে টাইবেকারে ২-১ গোলের ব্যবধানে চ্যাম্পিয়ন হয় চৌমুহনী সরকারি কলেজ শাখা।