ঢাকা, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪ | ২২ অগ্রহায়ণ ১৪৩১ | ৪ জমাদিউস সানি ১৪৪৬

শিবচরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

শিবচরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

গ্লোবাল টিভি ছবি

এমএ কাইয়ুম, মাদারীপুর: মাদারীপুরের শিবচরে বৃহস্পতিবার বেলা ১২টার দিকে এক হৃদয়বিদারক ঘটনা ঘটে। উপজেলার দত্তপড়া  ইউনিয়নের করম আলী হাজীর কান্দি গ্রামে রহমান (৬) ও তার ছোট বোন সামুয়ানা (৪) সানোয়ার হোসেনের সন্তান। তিনি দীর্ঘদিন প্রবাস জীবনে আছেন। শীতের পিঠা খাওয়ার আনন্দ উপভোগ করার জন্য মামার বাড়ি বেড়াতে এসেছিলো তারা। বেড়ানো শেষে পিতৃভিটায়  বিক্রমপুরে ফেরা হলোনা তাদের!

বাড়ির সামনে ছোট্ট বোনকে নিয়ে খেলতে গিয়ে পাশের পুকুরের পানিতে ডুবে গিয়ে নিখোঁজ হওয়ার পর বাড়ির সবাই পুকুরের পানিতে খুঁজে পান শিশু দুইটিকে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 

দায়িত্বরত চিকিৎসকের নিকট জানতে চাইলে তিনি বলেন, হাসপাতালে আসার আগেই তারা মারা গেছে।