ঢাকা, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪ | ২২ অগ্রহায়ণ ১৪৩১ | ৪ জমাদিউস সানি ১৪৪৬

‘ইসকন সারাদেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করছে'

‘ইসকন সারাদেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করছে'

গ্লোবাল টিভি ছবি

ওবাইদুল ইসলাম অভি, যশোর: জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম যশোর ইউনিটের নেতৃবৃন্দ বলেছেন, সন্ত্রাসী সংগঠন ইসকন সারাদেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করে চলেছে। যেকোনো মূল্যে সাম্প্রদায়িকতা সৃষ্টিকারী হিন্দুত্ববাদী সন্ত্রাসীদের ষড়যন্ত্র সচেতন জনগণ প্রতিহত করবে। অবিলম্বে নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যারা দেশি-বিদেশি ষড়যন্ত্রে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, তাদেরকে চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে। 

বুধবার দুপুরে যশোর জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে অনুষ্ঠিত সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল  অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তৃতা করেন সিনিয়র আইনজীবী নজরুল ইসলাম, সৈয়দ সাবেরুল হক সাবু ও  আব্দুল গফুর।