ঢাকা, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪ | ২২ অগ্রহায়ণ ১৪৩১ | ৪ জমাদিউস সানি ১৪৪৬

মাগুরায় চাকরি পুনর্বহালের দাবি বিডিআর সদস্যদের

মাগুরায় চাকরি পুনর্বহালের দাবি বিডিআর সদস্যদের

গ্লোবাল টিভি ছবি

মোঃ ইউনুছ আলী, মাগুরা: ‘২০০৯ সালে ২৫ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহ ছিল তৎকালীন সরকারের ষড়যন্ত্র’ উল্লেখ করে  চাকরি পুনর্বহালের দাবিতে মানববন্ধন করেছে মাগুরা জেলার সাবেক বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্যরা। 

বুধবার দুপুরে মাগুরা শহরের চৌরঙ্গী মোড় এলাকায় এ মানববন্ধনের আয়োজন করে বিডিআর কল্যান পরিষদ মাগুরা। মানববন্ধনে বক্তব্য হাবিলদার মনিরুজ্জামান, শাহিদুল ইসলাম, তুহিন মিয়াসহ অন্যরা। 

মানবন্ধনে বক্তারা দাবি করেন, বিডিআর বিদ্রোহ আসলে তৎকালীন সরকারের ষড়যন্ত্র ছিল। সেই ষড়যন্ত্রের বলি হয়েছি আমরা চাকরিচ্যুত হয়ে।