ঢাকা, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪ | ২২ অগ্রহায়ণ ১৪৩১ | ৪ জমাদিউস সানি ১৪৪৬

বকেয়া পরিশোধের দাবিতে ২য় দিনেও মহাসড়ক অবরোধ

বকেয়া পরিশোধের দাবিতে ২য় দিনেও মহাসড়ক অবরোধ

গ্লোবাল টিভি ছবি

মোঃ শাহীন আলম, আশুলিয়া, (ঢাকা): চার বছর আগের বকেয়া বেতন ও বিভিন্ন পাওনা পরিশোধের দাবিতে মহাসড়ক অবরোধ করে রেখেছে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) বন্ধ হওয়া লেনী ফ্যাশন ও লেনী অ্যাপারেলসের শ্রমিকরা। এসময় ইপিজেডে অন্যান্য কারখানার শ্রমিকদের প্রবেশ করতে বাঁধা দেন তারা। 

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ৭টা থেকে আজ বুধবার সকাল ১১ টা পর্যন্ত নবীনগর-চন্দ্রা মহাসড়কের ডিইপিজেড এর সামনে সড়ক অবরোধ করে রাখেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলবে বলেও জানায় আন্দোলনরত শ্রমিকরা।

শ্রমিকরা জানান, প্রায় ৪ বছর আগে ২০২১ সালে কোভিড-১৯ এর সময় বকেয়া বেতন ও শ্রম আইন অনুযায়ী ২৬(১) ধারায় পাওনাদি পরিশোধ না করে কারখানা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। দেই দিচ্ছি করে প্রায় ৪ বছর ধরে শ্রমিকদের সাথে টালবাহানা করে যাচ্ছে কতৃপক্ষ। সর্বশেষ আগামী ৩০ নভেম্বর তাদের পাওনাদি পরিশোধের তারিখ নির্ধারন করা হলেও অনিশ্চয়তায় ভোগে শ্রমিকরা। ৪ বছর ধরে তারিখ  নির্ধারন করেও শ্রমিকদের কোন ধরনের পাওনাদি পরিশোধ করা হয় নি। তাই আগামী ৩০ নভেম্বরে পাওনা পরিশোধের অনিশ্চয়তায় ভুগছিল ভুক্তভোগী শ্রমিকরা। তাই নির্ধারিত তারিখে পাওনা পরিশোধের নিশ্চয়তা চেয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শ্রমিকরা। 

এ ব্যাপারে শিল্প পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, আমরা দীর্ঘ দিন ধরে বিষয়টি সমাধানের জন্য বলে আসছি। আজও আমরা দুই পক্ষের মধ্যে আলোচনার ব্যবস্থা করেছি। আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করছি।