ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫ | ৭ মাঘ ১৪৩১ | ২০ রজব ১৪৪৬

‘শিল্প-সাহিত্য চর্চাতেই সত্যিকার মেধার বিকাশ’

‘শিল্প-সাহিত্য চর্চাতেই সত্যিকার মেধার বিকাশ’

গ্লোবাল টিভি ছবি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সুপ্রিম কোর্টের ব্যারিস্টার এ বি এম ছিদ্দিকুর রহমান খান বলেছেন, লেখাপড়ার পাশাপাশি শিল্প-সাহিত্য চর্চার মাধ্যমেই মূলত শিক্ষার্থীদের সত্যিকার মেধার বিকাশ ঘটে। কচি-কাঁচা শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ করতে পারাই হলো মূল শিক্ষা। পূঁথিগত শিক্ষা মানুষকে বেশিদূর  নিতে পারে না। সবকিছুর সমন্বয়েই মূলত মানুষ ‘মানুষ’ হিসেবে প্রতিষ্ঠিত হয়।”

রাজধানীর দারুন নাজাত একাডেমির বার্ষিক প্রকাশনা ‘বার্ষিকী ২০২৪’-এর মোড়ক উন্মোচনকালে শনিবার  তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, সন্তানকে সত্যিকারের মানুষ হিসেবে গড়তে শিক্ষকের পাশাপাশি বাবা-মায়ের ভূমিকাও অগ্রগণ্য। শুধু শিক্ষক কখনো সন্তানকে মানুষ করতে পারবে না যদি না বাবা-মায়ের সহযোগিতা থাকে।

দারুননাজাত একাডেমির পরিচালনা পর্ষদ, ভূঁইঘর দারুচ্ছুন্নাহ ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মুহাম্মদ খালিদ সাইফুল্লাহ বলেন, আধুনিক লেখাপড়ার পাশাপাশি শিল্প-সাহিত্য ও সংস্কৃতি চর্চা করে গেলে দারুন নাজাত একাডেমির শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশ ও আন্তর্জাতিক অঙ্গনে বেশ দারুণ ভূমিকা পালন করবে। নতুন বাংলাদেশ বিনির্মাণে তাদের ভূমিকা থাকবে উল্লেখযোগ্য।

দারুননাজাত একাডেমির সিইও নাজমুল ইসলাম বলেন, দারুননাজাত একাডেমি এক নতুন বিপ্লবের নাম। এখানে শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি এক্সটা কারিকুলার অ্যাক্টিভিটিসে বেশ পারদর্শী। 

‘বার্ষিকী ২০২৪’-এ বিভিন্ন বিষয়ের উপর ২৯টি লেখা প্রকাশ পেয়েছে। প্রচ্ছদ করেছেন আহমেদ ইউসুফ।