ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫ | ৭ মাঘ ১৪৩১ | ২০ রজব ১৪৪৬

শহীদ আব্দুল্লাহর বাড়িতে উপদেষ্টা হাসান আরিফ

শহীদ আব্দুল্লাহর বাড়িতে উপদেষ্টা হাসান আরিফ

গ্লোবাল টিভি ছবি

মো. রাসেল ইসলাম, বেনাপোল (যশোর): বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সহযোদ্ধা, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থী শহীদ বীর মো. আব্দুল্লাহর পরিবারের সদস্যদের সাক্ষাৎ করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয় এবং ভূমি মন্ত্রনালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ। 

সোমবার (১৮ নভেম্বর) বেলা ১২টায় উপদেষ্টা আব্দুল্লাহর বাসায় গিয়ে শোকসন্তপ্ত পরিবারের খোঁজখবর নেন ও সমবেদনা জানান। 

পরে উপদেষ্টা এ এফ হাসান আরিফ শহীদ বীর মোঃ আব্দুল্লাহর কবর জিয়ারত করেন এবং তার রুহের মাগফেরাত কামনা করে দোয়া করেন।

উপদেষ্টা সাংবাদিকদেরকে জানান, শুধু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনই নয়, বিগত ১৬ বছরে বিগত সরকারের আমলে যতগুলো হত্যাকান্ড সংঘটিত হয়েছে, সবগুলোর বিচার হবে।