ঢাকা, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪ | ২২ অগ্রহায়ণ ১৪৩১ | ৪ জমাদিউস সানি ১৪৪৬

প্রায় ২ বছর পর চালু হলো বেনাপোল পৌর বাস টার্মিনাল

প্রায় ২ বছর পর চালু হলো বেনাপোল পৌর বাস টার্মিনাল

গ্লোবাল টিভি ছবি

মো. রাসেল ইসলাম, বেনাপোল (যশোর): উদ্বোধনের পরেও চালু না হওয়া বেনাপোল পৌর বাস টার্মিনাল অবশেষে চালু হয়েছে। বেনাপোল স্থলবন্দর, বেনাপোল পৌর এলাকায় যানজট নিরসন ও জনদুর্ভোগ কমাতে বাধ্যতামূলকভাবে বেনাপোল পৌর বাস টার্মিনাল ব্যবহার করতে এই সিদ্ধান্ত গ্রহণ করে উপজেলা ও পৌর প্রশাসন। ।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে ছাত্র-জনতা, উপজেলা প্রশাসন ও বাস মিনিবাস মালিক সমিতির সদস্যগণের সমন্বয়ে দীর্ঘ ১ বছর ৮ মাস পর চালু হলো বেনাপোল পৌরবাস টার্মিনালটি।

দির্ঘদিন পরে বাস টার্মিনাল চালু হওয়ায় বৃহত্তর বেনাপোল স্থলবন্দর ও সড়কে যানজট নিরসন সহ সড়কে শৃঙ্খলা ফেরার পাশাপাশি স্বস্তি ফিরেছে সব শ্রেণির মানুষের মাঝে।

শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান বলেন, বেনাপোল বাস টার্মিনাল অতিক্রম করে কোন বাস বেনাপোল পৌর এলাকায় প্রবেশ করতে পারবে না (আন্তঃদেশীয় ৩টি বাস ব্যতীত)। এই আদেশ অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এছাড়া রাস্তার পাশে কোন বাস/মিনিবাস পার্কিং করা যাবে না। যাত্রীদের সুবিধার্থে সকল ব্যবস্থা থাকবে এই বাস টার্মিনালে।