সংগৃহীত ছবি
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : রাউজান প্রেসক্লাবের দ্বি বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত দৈনিক ইনকিলাব প্রতিনিধি এম বেলাল উদ্দীন। সাধারণ সম্পাদক পদে সর্বোচ্চ ১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন গ্লোবাল টেলিভিশন ও সময়ের কাগজের প্রতিনিধি নেজাম উদ্দিন রানা।
অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সিনিয়র সহ সভাপতি এম রমজান আলী (ভোরের কাগজ)। সহসভাপতি পদে শাহেদুর রহমান মোরশেদ (নয়াদেশ, রাউজান বার্তা), হাবিবুর রহমান (আমাদের সময়, রাউজান টিভি), যীশু সেন (ইনফো বাংলা), যুগ্ম সাধারণ সম্পাদক পদে লোকমান আনছারী (আমার সংবাদ), সহ সম্পাদক শাহাদাত হোসেন সাজ্জাদ (আজকের দর্পণ,বাংলাদেশ পোস্ট), সাংগঠনিক সম্পাদক মো. আবিদ মাহমুদ (সকালের সময়), দপ্তর সম্পাদক রতন বড়ুয়া (শাহ আমানত) প্রচার ও প্রকাশনা সম্পাদক রয়েল দত্ত (আজকের চট্টগ্রাম)।
মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত রাউজান প্রেসক্লাবে ভোটগ্রহণ চলে।