ছবি: সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক: খাগড়াছড়ির সকল পর্যটন স্থানগুলোয় আজ মঙ্গলবার থেকে পর্যটকরা ভ্রমণ করতে পারবেন বলে জানিয়েছেন জেলা প্রশাসক। এছাড়া পর্যটকরা সাজেকও যেতে পারবেন।
সম্প্রতি পার্বত্য অঞ্চলের পাহাড়ী বাঙ্গালী এবং আঞ্চলিক রাজনৈতিক দলের মধ্যে সঙ্ঘাতের কারণে প্রশাসনের পক্ষ থেকে তিন পার্বত্য জেলায় ৩১ অক্টোবর পর্যন্ত পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করে। পরবর্তীতে আইন-শৃঙ্খলা স্বাভাবিক হওয়ায় গত ১ নভেম্বর রাঙ্গামাটি থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়। ফলে পর্যটকরা খাগড়াছড়ির সকল পর্যটন স্থানগুলো ভ্রমণ করতে পারবেন বলে জানিয়ে দেয় স্থানীয় প্রশাসন।
এদিকে খাগড়াছড়ির পরিস্থতি স্বাভাবিক হওয়ায় পর্যটকরা সাজেকেও এখন থেকে ভ্রমণ করতে পারবেন।
খাগড়াছড়ি পর্যটন কর্পোরেশনের ম্যানেজার উত্তম কুমার মজুমদার জানান, পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুতি নিয়েছে খাগড়াছড়ির পর্যটন উদ্যোক্তারা। সরকারি-বেসরকারি পর্যটন কেন্দ্রগুলোতে খাগড়াছড়ি ও সাজেক ভ্রমণ করতে আসা পর্যটকদের আতিথেয়তা দিতে সকল প্রস্তুতি গ্রহণ করেছে।
খাগড়াছড়ি জেলা প্রশাসক মো: সহিদুজ্জামান পর্যটকদের আগমনের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
ট্যুরিস্ট পুলিশ খাগড়াছড়ি উপ-পরিদর্শক নিশাত রায় জানান, আগের মতই পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে টুরিস্ট পুলিশ। পর্যটন কেন্দ্রগুলোতে সাবক্ষণিক টহল দেয়া হবে। দুর্গম এলাকার পর্যটন কেন্দ্রে গিয়ে কোনো সমস্যায় পড়লে মোবাইল ফোনে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন এ কর্মকর্তা।