গ্লোবাল টিভি ছবি
বরিশাল প্রতিনিধি : ছয় দফা দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী করেছে মেডিকেল টেকনোলজির শিক্ষার্থীরা।
রবিবার (৩নভেম্বর) বেলা ১২টায় নগরীর বান্দ রোডে বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসী ছাত্র সংগ্রাম পরিষদ বরিশাল আইএইচটি শাখার ব্যাণারে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
এসময় স্বতন্ত্র পরিদপ্তর গঠন, ডিপ্লোমাধারীদের ১০ম গ্রেড (২য় শ্রেনীর গেজেটেড) পদমর্যাদা প্রদান করে আনুপাতিক হারে পদ সৃজন পূর্বক দ্রুত নিয়োগ ও অগ্রাধিকার ভিত্তিতে ২০১৩ সালের স্থগিতকৃত নিয়োগ প্রক্রিয়া চালু করাসহ ৬ দফা দাবি জানান শিক্ষার্থীরা।
এছাড়া বি ফার্ম সহ সকল অনুষদের বিএসসি ও এমএসসি কোর্স চালু করা এবং স্কলারশিপ প্রশিক্ষণ ভাতা চালু করার দাবিও জানান তারা।