ছবি: সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র-জনতার অভ্যুত্থানে স্বৈরশাসক হাসিনার পতন ও পলায়ন নিয়ে সিনেমা নির্মাণ করছেন দেশের বেশ কয়েকজন নির্মাতা। তাদের মধ্যে একজন হচ্ছেন ঢালিউড পরিচালক রায়হান রাফী। গত শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন নির্মাতা।
সেখানে ‘বাংলাদেশের চলচ্চিত্রের সাম্প্রতিক গতি-প্রকৃতি এবং ভবিষ্যৎ’ শীর্ষক এক আলোচনায় তিনি বলেন, সিনেমা এমনই শিল্প, যার মাধ্যমে প্রতিবাদ করা যায়, সমাজব্যবস্থাকে তুলে আনা যায়। এই যে আন্দোলন হলো, একটা সময় কিন্তু মানুষ ভুলে যাবে। কিন্তু এগুলো সিনেমাতে থাকলে মানুষের মনে থাকবে।
রায়হান রাফী বলেন, জুলাই অভ্যুত্থানে এত এত গল্প যেগুলো নিয়ে অনেক সিনেমা বানাতে হবে। আমি আমার জায়গা থেকে চেষ্টা করব দ্রুত নির্মাণ করার। সেটি মুগ্ধকে নিয়ে হোক বা পুরো ঘটনা নিয়ে হোক। আর আমার তো সত্য ঘটনা বলতে ভালোই লাগে। এত এত টুইস্ট, গল্প— কেন আমি বানাব না?