ঢাকা, শনিবার, ৯ নভেম্বর ২০২৪ | ২৪ কার্তিক ১৪৩১ | ৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

মুক্তি পেলো ‘অবশেষ’ ব্যান্ডের নতুন গান

মুক্তি পেলো ‘অবশেষ’ ব্যান্ডের নতুন গান

গ্লোবাল টিভি ছবি

নিজস্ব প্রতিবেদক: ব্যান্ড ‘অবশেষ ’ রিলিজ করেছে তাদের অধরা এলবামের ৩য়  মৌলিক গান ‘এই আমি’। গানটির কথা ,সুর,সঙ্গীত,মিক্স এবং কন্ঠ দিয়েছেন জিকরুল ইসলাম তোতন। 

গানটি নিয়ে ভোকাল তোতন বলেন, মানুষ অনেক স্বপ্ন নিয়ে এই শহরের বুকে আসে। তবে একটা সময় শহরের যান্ত্রিকতার মাঝে স্বপ্ন বাস্তবায়নের চেয়ে টিকে থাকাটাই অনেকে কঠিন হয়ে পড়েন। একটা সময় গিয়ে চরম হতাশায় নিমোজ্জিত হন।এই চিন্তা থেকে এই গানটি তৈরি করা।

গানটির মাস্টারিংয়ে  ছিলেন তোফিকুল ইসলাম শাওন। পোস্টার ডিজাইন করেছেন মাহাদি হাসান মিশু। ব্যান্ডের অন্যান্য মিউজিসিয়ানরা হলেন স্বাক্ষর ফাইয়াজ, অর্ক, রৌদ্র। ব্যান্ডের ম্যানেজার রিয়ান মাহাদী। 

গানটি স্পটিফাই এবং ইউটিউব সহ সকল স্ট্রিমিং প্লাটফর্মে পাওয়া যাচ্ছে।