ঢাকা, সোমবার, ১৭ মার্চ ২০২৫ | ২ চৈত্র ১৪৩১ | ১৬ রমজান ১৪৪৬

আজ বাফুফে নির্বাচন

আজ  বাফুফে নির্বাচন

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: আজ  শনিবার (২৬ অক্টোবর) বাংলাদেশ ফুটবল ফেডারেশন-বাফুফের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ২১টি পদের জন্য এ নির্বাচনি লড়াইয়ে আছেন ৪৬ জন।

রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে এই নির্বাচনে বাফুফের ১৩৩ জন কাউন্সিলর ভোট দেবেন। তাদের ভোটে নির্বাচিত হবেন সভাপতি, সহ-সভাপতি ও সদস্য পদের প্রার্থীরা।

দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। নির্বাচন কেন্দ্র পরিদর্শনের পর সন্তুষ্ট বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দিন।

এ নির্বাচনের মাধ্যমে অবসান হতে চলেছে কাজী সালাউদ্দিন–যুগের। টানা ১৬ বছর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি ছিলেন সাবেক তারকা ফুটবলার সালাউদ্দিন। কিন্তু এবার তিনি নির্বাচনে দাঁড়াননি।

এবার বাফুফের নির্বাচনে সিনিয়র সহসভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নিবাচিত হয়েছেন ইমরুল হাসান। তাই লড়াই হবে সভাপতি, সহ সভাপতি ও সদস্য পদে।

সভাপতি পদে লড়াই করছেন দুইজন। দুইবারের সহ-সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে লড়াই হবে দিনাজপুরের ক্রীড়া সংগঠক মিজানুর রহমানের।

চারটি সহসভাপতি পদের জন্য ছয়জন। এই পদে লড়ছেন নাসের শাহরিয়ার জাহেদি। যশোরের সনামধন্য শামস উল হুদা ফুটবল একাডেমির চেয়ারম্যান তিনি। 

এছাড়া ১৫টি সদস্য পদের জন্য ৩৭ জন প্রার্থী লড়াই করবেন। এই পদে প্রার্থী হয়েছেন সাবেক জাতীয় অধিনায়ক, তারকা ফুটবলার, সংগঠক, ব্যবসায়ী এবং সমর্থকও।