ঢাকা, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪ | ২২ অগ্রহায়ণ ১৪৩১ | ৪ জমাদিউস সানি ১৪৪৬

গভীর নিম্নচাপের প্রভাবে উপকূলে গুড়ি গুড়ি বৃষ্টিপাত

গভীর নিম্নচাপের প্রভাবে উপকূলে গুড়ি গুড়ি বৃষ্টিপাত

গভীর নিম্নচাপের প্রভাবে উপকূলে গুড়ি গুড়ি বৃষ্টিপাত

পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকা অবস্থান করছে। এটি গত মধ্যরাতে পায়রা সমুদ্র বন্দর থেকে ৬৮০ কিলোমিটার দক্ষিন-দক্ষিনপূর্বে অবস্থান করছিলো। এটি ঘূর্নিঝড়ে রুপ নিতে পারে। গভীর নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে। আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে। উপকূলের অনেক স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হচ্ছে। বাতাসের চাপ কিছুটা বেড়েছে। নদ-নদীর পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছ। গভীর নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই পটুয়াখালীর পায়রা সহ দেশের সব সমুদ্র বন্দরকে ০১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মাছধরা ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।