ছবি: সংগৃহীত
গ্লোবাল ডেস্ক: গাজায় মানবিক পরিস্থিতির উন্নতি করতে ইসরায়েল সরকারকে ৩০ দিনের সময় বেঁধে দিয়েছে যুক্তরাষ্ট্র। এমনটা না করা হলে ইসরায়েলকে দেয়া মার্কিন সরকারের কিছু সামরিক সহযোগিতায় কাটছাঁট করা হবে বলে সতর্ক করে দিয়েছে ওয়াশিংটন।
গত ১৩ অক্টোবর ইসরায়েলকে এমন হুমকি দিয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একটি চিঠি দেয়া হয়। সংশ্লিষ্ট সূত্রের বরাতে ওই চিঠির খবর প্রকাশ করে বিবিসি। তবে দুই দেশের সরকার বিষয়টি নিয়ে একেবারে চুপচাপ ছিল।
যুক্তরাষ্ট্রের তরফ থেকে পাঠানো চিঠিটি এখন পর্যন্ত তার মিত্র ইসরায়েলেকে দেয়া সবচেয়ে শক্তিশালী লিখিত সতর্কবার্তা। এ ছাড়া উত্তর গাজায় ইসরায়েলের একটি নতুন আক্রমণের সময় এই চিঠি দেয়া হলো।
গণমাধ্যমের খবর প্রকাশিত হওয়ায় অবশেষে চিঠির বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার জানান, গোপন কূটনৈতিক মাধ্যমে এ চিঠি দেয়া হয়েছে। মার্কিন প্রশাসন চায়নি চিঠির বিষয়টি জানাজানি হয়ে যাক। এখন যেহেতু সংবাদমাধ্যমে চিঠির প্রসঙ্গ চলে এসেছে, তিনি (মিলার) এটা নিশ্চিত করতে পেরে খুশি।
মুখপাত্র জানান, গাজায় এখন যে পরিমাণে মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দেয়া হচ্ছে, সেটা ‘খুবই কম’। এর আগেও এ নিয়ে উদ্বেগ দেখা দেয়ার পরিপ্রেক্ষিতে মার্কিন প্রশাসন বলার পর প্রবেশাধিকার বাড়ানো হয়েছিল।