ছবি: সংগৃহীত
আবু রায়হান সরকার: নোয়াখালী জেলার সেনবাগ উপজেলায় বিকাশ এজেন্টের টাকা ছিনতাইকালে ২ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
রবিবার (১৩ অক্টোবর) সকালে নোয়াখালী আর্মি ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিফাত আনোয়ার বিষয়টি নিশ্চিত করেন।
শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনির অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- সেনবাগ উপজেলার বাসিন্দা শাহাদ (২০) ও হারুন (১৯)।
এ বিষয়ে লেফটেন্যান্ট কর্নেল রিফাত আনোয়ার বলেন, ছিনতাইকারী দুইজনকে সেনবাগ থানার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়। সেখান থেকে তাদের কারাগারে প্রেরণ করা হয়।