গ্লোবাল টিভি ছবি
মোঃ ইউনুছ আলী, মাগুরা: কেউ যদি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করেন,তারা পার পাবেন না। মাগুরায় পূজা মণ্ডপ পরিদর্শনকালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম এমন মন্তব্য করেন।
বৃহস্পতিবার মাগুরা শহরের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন তিনি। এ সময় তার সাথে ছিলেন মাগুরার জেলা প্রশাসক মো: অহিদুল ইসলাম। মাগুরা শহরের সাতদোহা ন্যাংটা বাবার আশ্রম, জামরুলতলা পূজা মন্দির, ছানার বটতলা পূজা মন্ডপসহ বেশ কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করেন তিনি।
এ বছর মাগুরা জেলায় সর্বমোট ৫৬১টি মন্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের মোট ২৫২ জন সদস্য এবং আনসারের মোট ৩ হাজার ৪৯৬ জন সদস্য জেলার পূজা মন্ডপের নিরাপত্তায় নিয়োজিত রয়েছে।